Home / Photos / টি-শার্ট শরীরে জড়িয়ে বিরাটকে অনুভব করছেন আনুশকা

টি-শার্ট শরীরে জড়িয়ে বিরাটকে অনুভব করছেন আনুশকা

Loading...

নিউজ ডেস্ক: বিয়ের পর কিছুটা সময় একসঙ্গে কাটালেও আইপিএলের জন্য বিরাটকে ছুটে বেড়াতে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে৷ সিনেমার শুটিংয়ের জন্য সবসময় তার সঙ্গে থাকতে পারছেন না স্ত্রী আনুশকা শর্মা৷ বিরাটের না থাকার দিনগুলোতে তার টি-শার্ট শরীরে জড়িয়ে স্বামীকে অনুভব করছেন এই বলিউড অভিনেত্রী৷

গোটা বিষয়টি লিখে নিজের এবং বিরাটের ছবিসহ সেটি ইন্সটাগ্রেমে পোস্ট করেন আনুশকা শর্মা৷ এরপর বিরাট-আনুশকার ছবিসহ সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে৷

ইন্সটাগ্রামে নিজের ও বিরাটের একই টি-র্শাট পর ছবি পোস্ট করে আনুশকা লেখেন, ‘প্রেম হল, যখন সে আশেপাশে থাকে না, প্রিয় মানুষটিকে মিস করার সময় তার জামাকাপড় গায়ে গলিয়ে নেওয়া৷ যে জামাকাপড়ে তার গন্ধ লেগে রয়েছে৷ যেটা শরীরে গলিয়ে প্রিয় মানুষটির আলিঙ্গনের উষ্ণতা অনুভব করা যায়৷’

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*