Templates by BIGtheme NET
Home / খেলা / ইসরাইল সীমান্তে বাংলাদেশি ফুটবলারদের ভোগান্তি

ইসরাইল সীমান্তে বাংলাদেশি ফুটবলারদের ভোগান্তি

Loading...

ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে খেলতে গিয়ে ইসরাইল সীমান্তে বেশ ভোগান্তির শিকার হতে হয়েছে বাংলাদেশি ফুটবলারদের।
ফিলিস্তিনে সরাসরি বিমানে যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নেপাল ও কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর দুবাইয়ে ট্রানজিট ছিল বাংলাদেশের। এরপর দুবাই থেকে বিমানে করে যায় জর্ডান। সেখান থেকে ইসরায়েলের সীমান্তের ভেতর দিয়ে বাসে ১২ ঘণ্টার ভ্রমণ শেষে পৌঁছায় ফিলিস্তিন। ইসরাইল সীমান্তে সাড়ে তিন ঘণ্টা ভোগান্তিতে পড়তে হয়।
দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ফিলিস্তিনে পৌঁছেছি। ইসরাইল সীমান্তে আমরা প্রায় সাড়ে তিন ঘণ্টা ভোগান্তিতে পড়েছিলাম। এটা দুর্ভাগ্যজনক। ’

প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলবে জর্ডানের বিপক্ষে। এরপর ২১ জুলাই তাজিকিস্তান ও ২৩ জুলাই ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশের ফুটবলাররা।

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

eleven − two =