সার্চ ইঞ্জিন গুগল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ভিডিও দেখার জনপ্রিয় সাইট ইউটিউবসহ ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে করের আওতায় আনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছন রিটকারী আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব।
একইসঙ্গে একটি বিশেষজ্ঞ কমিটির নির্দেশ দেন আদালত যে কমিটি গত দশ বছরে ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কত টাকা আয় করেছে তা তদন্ত করে দেখবে এবং এই আয়ের বিপরীতে কত টাকা ট্যাক্স আসে তা নির্ধারণ করে আগামী ২৫ জুনের মধ্যে হাইকোর্টে রিপোর্ট দাখিল করবে।
একইসঙ্গে ইন্টারনেট ভিত্তিক কোম্পানির কাছ থেকে কেন কর আদায় কারা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী। রিটে একই সঙ্গে ডোমেইন এবং লাইসেন্স ক্রয় বাবদ কত টাকা আয় করেন তারা এবং বাংলাদেশ সরকারকে কত টাকা কর দেন তাও জানতে চাওয়া হয়। এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য সুনির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশনাও চাওয়া হয় রিটে।