প্রবল ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের অন্যতম সেরা স্থাপনা ও বিশ্বের পর্যটকদের আকর্ষণ কেন্দ্র তাজমহল। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে আঘাত হানা ঝড়ে ভেঙে গেছে এ ভালোবাসার স্মৃতিসৌধ’র রাজকীয় ও দক্ষিণ ফটকের মিনার ও গম্বুজ।
বুধবার সন্ধ্যার পর উত্তর প্রদেশের আগ্রায় যমুনার তীর ঘেঁষে কারুকার্যখচিত শ্বেত মর্মর পাথরের স্থাপনাটি এ ঝড়ের কবলে পড়ে।
তবে এ বিষয়ে তাজমহলের কর্তৃপক্ষ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই’র কোনো কর্মকর্তা কোনো মন্তব্য করেননি।
বিশ্বের সপ্তাচার্যের একটি ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে অবস্থিত তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তাঁর সহধর্মিণী বেগম মমতাজের স্মৃতি রক্ষায় ভালোবাসার প্রতীক হিসেবে এই সৌধ গড়ে তোলেন। ৪২ একর জায়গাজুড়ে ১৬৩২ থেকে ১৬৫৩ সালের মধ্যে এটি তৈরি করা হয়। ১৯৮৩ সালে ইউনেসকো তাজমহলকে বিশ্বের ঐতিহ্যবাহী স্মৃতিসৌধের তালিকাভুক্ত করে। তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। ১৬৬৬ সালে সম্রাট শাহজাহানের মৃত্যু হয়। তাজমহলের কাছেই আগ্রা দুর্গ অবস্থিত। দুটি স্থাপনাই যমুনা নদীর তীরে।