হারুনুর রশিদ মৃধা, দোহা-কাতার, আজকের সময় : প্রবাসীরা দেশে যাবার সময় বিমানের টিকেট করতে অনেক ভোগান্তির শিকার হন, আর এই ভোগান্তি দূর করতে, কাতারের বাঙালী অধ্যাসিত এলাকা ফিরোজ আব্দুল আজিজে বাংলাদেশীদের সেবা প্রদানের উদ্যোগ নিলেন, তিন বাংলাদেশী তরুণ উদ্যোক্তা, মোঃ গোলাম সারোয়ার মিশু,গোলাম রাব্বানী মেরু,গোলাম মোস্তফা হিরু।
বিপুল সংখ্যক বাংলাদেশীদের উপস্থিতিতে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ফিরোজ আব্দুল আজিজ শাখার মুন দোহা ট্রাভেল এন্ড টুরসের ফিতা ও কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির প্রবীণ নেতা মোঃ আবু ছায়েদ, ইউএস বাংলা এয়ারলাইন্স ও বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতারের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
পরে মুন দোহা ট্রাভেল এন্ড টুরসের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।